নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশসহ ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—এমন খবর শনিবার বাংলাদেশি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে সরকারের প্রেস উইং বিষয়টি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতেই সিএ প্রেস উইং ফ্যাক্টস (CA Press Wing Facts)-এর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, গণমাধ্যমগুলো একটি বেসরকারি ভিসা প্রসেসিং ওয়েবসাইট UAEVisaOnline-এর তথ্যের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে। কিন্তু আমিরাত সরকারের পক্ষ থেকে এমন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি।
বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের কাছে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কোনো তথ্য পাঠায়নি। গণমাধ্যমগুলো ভিসা সেন্টারের একটি আর্টিকেল উদ্ধৃত করেই এমন খবর প্রকাশ করেছে, যা বিভ্রান্তিকর।”
রাষ্ট্রদূত আরও মনে করেন, ওয়েবসাইটটির এই প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তিনি জানান, ইতোমধ্যে প্রবাসীরা ভিসার জন্য অনলাইনে আবেদন করছেন এবং আবেদন গ্রহণও করা হচ্ছে।
তিনি জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় ভিসা সংক্রান্ত বিষয়ে সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে ২২ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করবে দূতাবাস।