October 27, 2025, 4:42 pm
Headline :

নেতাকর্মীদের ঐক্যের আহ্বান তারেক রহমানের

নেতাকর্মীদের ঐক্যের আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যের বিকল্প নেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “ধানের শীষের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল না করতে পারে বা জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়াতে পারে—এই ব্যাপারে প্রত্যেকে দায়িত্ব পালন করবে।”

তিনি অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, স্বৈরাচারের পতনের পরই অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল। আজও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রস্তাবিত সংস্কারের প্রায় ৯৫ শতাংশই বিএনপি আরও আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিল। কিছু বিষয়ে ভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্য থাকলেও ভোটের অধিকার, নিরাপত্তা ও কর্মসংস্থানের প্রশ্নে বিএনপির কোনো দ্বিমত নেই।

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে এবং জনগণকেই সর্বাগ্রে স্থান দিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page