বিনোদন প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঘিরে দর্শকের আগ্রহ চরমে। ছবিতে নায়কের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কলকাতার ইধিকা পাল ও বাংলাদেশের তানজিন তিশার নাম শোনা গেলেও এবার আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম।
সিনেমার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, শিগগিরই ঢাকায় আসছেন হানিয়া আমির। সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আসার সময়েই প্রযোজক-পরিচালকরা তার সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসবেন। সবকিছু ঠিক থাকলে হানিয়াকে নিয়েই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
জানা গেছে, হানিয়া আমিরকে নায়িকা হিসেবে নেওয়ার ব্যাপারে শাকিব খানের কাছ থেকেও প্রযোজকরা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন। তবে শুধু হানিয়াই নন, ছবিতে থাকবেন আরও তিন নায়িকা। এর মধ্যে দুটি চরিত্র হবে প্রাধান্যপূর্ণ, আরেকজন নতুন মুখকে দেখা যাবে ফ্রেশ লুকে।
‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড), সঙ্গে যুক্ত আছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।