নিজস্ব প্রতিবেদক
জুলাই জাতীয় সনদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে সংবিধান আদেশ (সিও) জারির সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ আদেশ কার্যকর করার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করে জনগণের অনুমোদন নেওয়া উচিত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত সংলাপে এ সুপারিশ আসে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তৃতীয় দফা আলোচনার তৃতীয় দিনেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের আলোকে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পথ খুঁজে বের করার চেষ্টা করে ঐকমত্য কমিশন। সেই বৈঠকেই বিশেষজ্ঞরা স্পষ্ট করেন—অন্তর্বর্তী সরকার চাইলে সংবিধান আদেশ জারি করে জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারে।
তাদের মতে, এ সংবিধান আদেশকে জনগণের অনুমোদনের আওতায় আনতে একই দিনে গণভোট আয়োজন করা প্রয়োজন। গণভোটে অনুমোদিত হলে আদেশটি প্রণয়নের তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।