নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোর প্রশ্ন তুলেছেন, জামায়াতে ইসলামী কি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণে পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের অস্থিতিশীলতা ঘটানোর চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নও জনগণের মনে রয়েছে। তিনি বলেন, “গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো সম্মান প্রদর্শন করছে না আন্দোলনকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ।
পিআরের দাবিতে বিএনপির ওপর কোনো চাপ পড়ছে না জানিয়ে খসরু বলেন, “যেখানে জনগণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেখানে মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে ইতিমধ্যেই নামছে।”