October 28, 2025, 3:30 am
Headline :

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কসংকেত

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, ১ নম্বর সতর্কসংকেত

স্টাফ রিপোর্টার

দেশের সাতটি জেলায় আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ধরনের আবহাওয়া পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “এটি স্বাভাবিক বর্ষাকালীন ঝড়বৃষ্টি হলেও নদীপথে চলাচলরত নৌযান এবং উপকূলবর্তী অঞ্চলের লোকজনদের সতর্ক থাকতে বলা হচ্ছে।”

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে বড় ধরনের কোনো দুর্যোগের শঙ্কা না থাকলেও স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page