স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলেও টিকে থাকার লড়াইয়ে এখন কঠিন সমীকরণে আটকে গেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে গেছে লিটন দাসের দল। ফলে সুপার ফোরে জায়গা করে নিতে হলে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।
আজ জিতলে কি সুপার ফোর নিশ্চিত? না, শুধু আজকের জয়ই যথেষ্ট নয়। আজ বাংলাদেশ জিতলে পয়েন্ট দাঁড়াবে ৪। শ্রীলঙ্কার পয়েন্ট ইতোমধ্যে ৪। আফগানিস্তানের একটি ম্যাচে রয়েছে ২ পয়েন্ট।বাংলাদেশ যদি আজ জিতে, আর শ্রীলঙ্কা পরের ম্যাচে আফগানিস্তানকে হারায়—তবে সুপার ফোর নিশ্চিত টাইগারদের জন্য।
যদি আফগানিস্তান জিতে যায়? সেক্ষেত্রে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান—তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান ৪। তখন নির্ধারণ হবে নেট রানরেটের ভিত্তিতে।বাংলাদেশের নেট রানরেট (-০.৬৫০) বর্তমানে খুবই খারাপ অবস্থানে। শ্রীলঙ্কার (+১.৫৪৬) এবং আফগানিস্তানের (+৪.৭০০) চেয়ে অনেক পিছিয়ে। তাই সুপার ফোরে উঠতে হলে শুধু জয় নয়, দরকার বড় ব্যবধানে জয়—যাতে রানরেটের উন্নতি হয়।
আজ হারলে কী হবে? বাংলাদেশ আজকের ম্যাচে হারলে কোনো সমীকরণই কাজে লাগবে না। পয়েন্ট থাকবে ২। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৪। তখন বাংলাদেশের বিদায় একরকম নিশ্চিত।