নিজস্ব প্রতিবেদক
জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সফল মাইক্রোফাইন্যান্স নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্ম নেয়নি; মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সবাইকে সেই সুযোগ দিতে হবে যেন তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।”
তিনি আরও বলেন, “আজ মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে উঠেছে। আমরা কারও তালিকা করি না। প্রযুক্তি আমাদেরকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। তাই এখন সময় এসেছে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করার।”
উদ্যোক্তা তৈরির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই প্রতিটি মানুষকে তার নিজস্ব সক্ষমতার ভিত্তিতে যেখানে যেতে চায়, সেখানে পৌঁছানোর সুযোগ দেয়া হোক। পিকেএসএফ নতুন ভবন থেকে নতুন যাত্রা শুরু করবে—এই আশা রাখি।”
প্রধান উপদেষ্টার এ বক্তব্য শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।