নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারির পর তাকে দায়িত্ব ছাড়তে হবে। তবে তার আগে দেশের মানুষের জন্য কিছু করে যেতে চান তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
ড. সালেহউদ্দিন বলেন, “আমাদের ফেব্রুয়ারির পর চলে যেতে হবে। তবে বিদায়ের আগে কিছু অবদান রাখতে চাই। দেশের মানুষের জীবনে যদি সামান্য আশার আলো জাগাতে পারি, সেটাই হবে বড় অর্জন।”
তিনি কর আইনজীবীদের উদ্দেশে বলেন, “সেবা খাতে হয়রানি যেন না হয়। মানুষ চায় দ্রুত ও সঠিক সেবা। ভালো সেবার জন্য মানুষ কখনো মূল্য দিতে কৃপণতা করে না।”
টিআরএমএস সফটওয়্যার পুরোপুরি দেশীয়ভাবে তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “এ ধরনের কাজে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে হবে। কারণ, বিদেশিরা আসলে নিজেদের দেশের সরঞ্জাম বিক্রির চেষ্টা করে।”
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, আগামী বছর থেকে কর্পোরেট কর দাখিল বাধ্যতামূলকভাবে অনলাইনে হবে। চলতি বছরেই তৈরি করা হবে কর অ্যাপস। তিনি বলেন, কর প্রক্রিয়া ডিজিটালাইজড হলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের প্রেসিডেন্ট এম. নাসিমুল হাই।