নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব এম এ খান বেলাল এবং সাধারণ সম্পাদক (অ্যাডিশনাল) ডিআইজি আবদুল মাবুদ দুলালসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল।
তিনি নবনির্বাচিত নেতৃত্বের সফলতা কামনা করে বলেন, নোয়াখালী জেলা সমিতির কার্যক্রম আগামীতেও আরও গতিশীল হবে। একই সঙ্গে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মির্জা এন এইচ রুবেল বর্তমানে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।