অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি শীর্ষ পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবিরপন্থী প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট। ছাত্রদল সমর্থিত প্রতিদ্বন্দ্বী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত পৌনে ২টা থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটকেন্দ্রভিত্তিক হিসেবে কিছু হলে সর্বোচ্চ ৮৮ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। সূর্যসেন হলে ভোটের হার সর্বোচ্চ (৮৮ শতাংশ), আর শামসুন নাহার হলে সর্বনিম্ন (৬৩.৬৭ শতাংশ)।
এবারের নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন।