নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে দুর্নীতি এখনো পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ। তিনি বলেন, “দুর্নীতি আছে, তবে এটি বেড়েছে না কমেছে—সেটি বলা এখনো খুব তাড়াতাড়ি।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাঁর বাংলাদেশ সফর উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দুর্নীতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। গত বছরের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পরও দুর্নীতি পুরোপুরি শেষ হয়নি। তিনি জোর দিয়ে বলেন, যেসব প্রভাবশালী ব্যক্তি দুর্নীতির মামলায় অভিযুক্ত, তাদের বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হবে। যেসব দেশ এ প্রক্রিয়ায় সাফল্য পেয়েছে, সেগুলোই আন্তর্জাতিক দুর্নীতি ধারণা সূচকে ভালো অবস্থান অর্জন করতে পেরেছে।
বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরে টিআই চেয়ারম্যান জানান, তাঁর এ সফর কেবল প্রতীকী নয়, বরং বৈশ্বিক দুর্নীতিবিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ। এর আগে তিনি মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফর করেছেন।