নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে নতুন দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে জানানো হয়, জেলা ও দায়রা জজ খাদেমুল কায়েস এবং উপসচিব আজিজুল হক যুগ্মসচিব হিসেবে পদায়ন পেয়েছেন।
খাদেমুল কায়েস পূর্বে মৌলভীবাজারে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে আজিজুল হক সুপ্রিম কোর্টে ডেপুটি রেজিস্ট্রার এবং আইন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাঁদের এই নিয়োগ কার্যকর করা হয়েছে।