নিজস্ব প্রতিবেদক
৭৫ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের দুই ছেলে এবং কর কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আসামিদের মধ্যে রয়েছেন—সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির,সাবেক উপকর কমিশনার আমিনুল ইসলাম
সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭ কর্মকর্তা: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, প্রাক্তন এসএভিপি মো. আহসানুল হক, প্রাক্তন এসএভিপি রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন, গাজী মুহাম্মদ ইয়াকুব।
মামলার অভিযোগপত্রে বলা হয়—আসামিরা জালিয়াতির মাধ্যমে ভুয়া পে-অর্ডার তৈরি করে এবং ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত আয় বৈধ করতে ১২৫ কোটি টাকা কর দেওয়ার পরিবর্তে মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন। এর ফলে সরকার রাজস্ব ক্ষতির শিকার হয় প্রায় ৭৫ কোটি টাকা।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এস আলমের দুই ছেলেকে বাড়তি কর-সুবিধা দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল। এরপর থেকেই এ বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়।
২০২০-২১ অর্থবছরে সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল ১০ শতাংশ করের বিনিময়ে। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ২৫ শতাংশ করের বিধান ধরলে ৫০০ কোটি টাকার বিপরীতে ন্যূনতম ১২৫ কোটি টাকা কর দেওয়া উচিত ছিল। অথচ তারা মাত্র ৫০ কোটি টাকা দিয়ে কর ফাঁকি দেন