নিজস্ব প্রতিবেদক
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার (এসপি) নিয়োগে লটারির সিদ্ধান্ত হলেও জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে এমন কোনো প্রক্রিয়া কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জনপ্রশাসন সচিব বলেন, “কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।” তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ডিসিদের প্রত্যাহার করা হচ্ছে এবং নতুন নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরি রয়েছে। নির্বাচন সামনে রেখে যুগ্ম সচিবদের মধ্য থেকে যোগ্যদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, “ডিসি ও পুলিশ- উভয়ই মাঠ প্রশাসনের মূল অংশ। গত এক বছরে ডিসিরা প্রমাণ করেছেন তারা পুলিশের সহযোগিতা ছাড়া কিভাবে পরিস্থিতি সামাল দিতে সক্ষম। নির্বাচনের দিনকে কেন্দ্র করে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে কোনো সমস্যা হবে না।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বচ্ছতার জন্য এসপি পদে লটারির মাধ্যমে পদায়ন করা হবে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন সচিব বলেন, “তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের অধীনে চলে যাই। তখন বদলিগুলো করবে নির্বাচন কমিশন।”
তিনি আরও উল্লেখ করেন, ইউএনওদের বদলি করেন বিভাগীয় কমিশনার, আর নির্বাচনের সময় বড় ধরনের রদবদল হয়ে থাকে নির্বাচন কমিশনের মাধ্যমে। সেখানে তদবির বা প্রভাব খাটানোর সুযোগ থাকে না।
ডিসি নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, “ডিসি নিয়োগের জন্য সাত সদস্যের জনপ্রশাসন কমিটি ও পাঁচ সদস্যের সিলেকশন কমিটি কাজ করে। ফিট লিস্ট থেকে কমিটির অনুমোদনের পর প্রধান উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এটি শুধু জনপ্রশাসনের একক কাজ নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়ার অংশ।”