নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠক শুরু হবে বিকেল ৫টায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকের সময় নির্ধারণ হলেও এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন ড. ইউনূস। তবে সেই বৈঠকগুলোতে জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর হয়নি। বিএনপি, জামায়াত ও এনসিপি নিজেদের আগের অবস্থানেই অনড় থাকে।
এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করে জানান—আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর মতে, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। নির্বাচন এড়িয়ে সমাধান খোঁজা জাতির জন্য ভয়াবহ হবে।