নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, “অনেক গুজব ছড়ানো হচ্ছে। গুজবে কান দেওয়া যাবে না, কারণ এগুলো শুধু বিভ্রান্ত করার জন্য।”
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, ঐক্য আছে। এই ঐক্যের ভিত্তিতেই আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।” ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বা অন্য কোথাও গোলযোগ সৃষ্টি করা যাবে না। বিএনপি বড় দল, তাই দায়িত্বও বেশি।”
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, “অতীতে খারাপ কাজ করেছেন। এখন ভালো হোন, জনগণের সঙ্গে থাকুন, তাহলেই আপনাদের ভালোবাসবে সবাই।”
এর আগে দক্ষিণ বিএনপির উদ্যোগে মানিক নগরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, র্যালি না করে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের দুর্ভোগ কমানোর জন্য। তিনি বলেন, “স্যুট-টাই পরে আসলে হবে না। খাল পরিষ্কার করতে হলে হাফ প্যান্ট-পায়জামা পড়ে মাঠে নামতে হবে।”
এছাড়া পুরান ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ও যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদসহ নেতারা উপস্থিত ছিলেন।