বিনোদন ডেস্ক
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময়ের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। সম্প্রতি সংক্রমণে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
নিজের সর্বশেষ ভ্লগে ভক্তদের উদ্দেশে দীপিকা বলেন, “আমার অবস্থা সত্যিই খুব খারাপ। রুহানের মতো ইনফেকশন হয়েছে। তবে আমার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুতর, কারণ আমার ক্যান্সারের চিকিৎসা চলছে। চিকিৎসার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা কমে গিয়েছে।”
তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে তাকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি-অ্যালার্জির ওষুধ দেওয়া হচ্ছে। এর প্রভাবে শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
এর আগে দীপিকা জানান, টার্গেটেড থেরাপির ওষুধ সেবন শুরু করার পর থেকে তিনি আলসার, হাতের তালুতে ফুসকুড়ি, নাক-গলা সমস্যাসহ চুল পড়ার মতো নানা পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন।
২০২৫ সালের মে মাসে দীপিকা প্রকাশ্যে জানান যে তিনি লিভার ক্যান্সারের দ্বিতীয় ধাপে (স্টেজ-টু) আক্রান্ত। এর কিছুদিন আগেই তিনি জনপ্রিয় শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এ অংশ নিলেও শারীরিক অবস্থার অবনতির কারণে মাঝপথে সরে দাঁড়াতে হয়। এরপরই জানা যায় তার ক্যান্সারের বিষয়টি।