নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতভেদ থাকলেও তা সময়ের সঙ্গে মিটে যাবে।
সেনাপ্রধানের সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ কোনো নতুন বিষয় নয়। তিনি নিয়মিতই এ ধরনের বৈঠক করে থাকেন। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, সেটিও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই, বিষয়টি আপাতত গুজবই।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে অবনতির দিকে গেলেও তা সাময়িক। অতীতে এরকম অবস্থা সামাল দেওয়া হয়েছে, ভবিষ্যতেও সামলানো সম্ভব হবে।
এদিকে, সোমবারই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।