নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার ঘটনায় নতুন তথ্য জানালেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শুক্রবার রাতে ফ্যাসিবাদ বিরোধী মিছিল চলাকালে নুরুল হক নুরসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর অবস্থায় নুর এখনো ঢাকা মেডিকেলে ভর্তি।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে মেরুন রঙের টিশার্ট পরা এক ব্যক্তিকে মারমুখী ভঙ্গিতে গণঅধিকারের কর্মীদের ওপর হামলা চালাতে দেখা যায়।
শনিবার সকালে ফেসবুক পোস্টে রাশেদ দাবি করেন, ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বরও প্রকাশ করেন তিনি।
রাশেদ বলেন, মেরুন পোশাকধারী ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে, তবে নুরকে মারধর করেনি। তিনি আহ্বান জানান— ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করতে।