নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচির কারণে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় এ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সকাল সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁওয়ে সড়ক অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতেই বৈঠকটি স্থগিত করা হয়।
সিইসির একান্ত সচিব আশরাফুল আলম জানান, “পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছে।”