নিজস্ব প্রতিবেদক
চার মাসের বেশি সময় শূন্য থাকার পর অবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। ডিআইজি শফিকুল ইসলামকে ডিবির অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
ডিআইজি শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে হাইওয়ে পুলিশে ডিআইজি পদে কর্মরত ছিলেন। এর মধ্য দিয়ে প্রায় সাড়ে চার মাস ধরে শূন্য থাকা ডিবি প্রধানের পদে নতুন নেতৃত্ব আসলো।
গত ১২ এপ্রিল তৎকালীন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জ ডিআইজি পদে বদলি করা হয়। এরপর থেকে যুগ্ম কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা অস্থায়ীভাবে ইউনিটটির দায়িত্ব পালন করে আসছিলেন।
শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।
ডিবির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।