নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়িরা। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই অভিযান চালিয়ে এক হামলাকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে আঁখিনুর আক্তার ঢাকায় অবস্থান করে দৈনিক যুগান্তরের ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের বাড়িতে মা রফেজা বেগম একা বসবাস করেন। এ সুযোগে একই এলাকার সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তারা সাংবাদিকের বাড়ি ব্যবহার করতে চাপ প্রয়োগ করছিলেন।
সাংবাদিকের মা এতে রাজি না হওয়ায় তাকে হুমকি ও মারধর করে সুমন। পরে বিষয়টি আঁখিনুর আক্তার জানতে পেরে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক ব্যবসায়িরা। গত শনিবার বিকালে আঁখিনুর আক্তার ও তার বড় বোন বাড়িতে গেলে সুমন ও তার সহযোগীরা তাদের উপর হামলা চালায়।
এ ঘটনায় রোববার বিকালে আঁখিনুর আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও ভাবি রিতা রানী দাসকে আসামি করে মামলা (নম্বর-২৫) দায়ের করেন।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে র্যাব-১১ কুমিল্লার রাজামেহার এলাকা থেকে প্রধান আসামি সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, “মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।”