October 27, 2025, 5:23 pm
Headline :

চীন সফরে এনসিপির প্রতিনিধি দল

চীন সফরে এনসিপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা থেকে রওনা হন তারা। আগামী ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলে আছেন—সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

সফরসূচি অনুযায়ী, তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও একটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

এনসিপি নেতাদের প্রত্যাশা, এই সফর দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page