September 10, 2025, 8:43 pm
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

অভিষেকেই জাদুকরী গোল, লিভারপুলের রক্ষাকর্তা ১৬ বছরের নোমোহা

অভিষেকেই জাদুকরী গোল, লিভারপুলের রক্ষাকর্তা ১৬ বছরের নোমোহা

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগ মানেই রুদ্ধশ্বাস লড়াই, তবে সেন্ট জেমস পার্কে সোমবার (২৫ আগস্ট) রাতে যা ঘটল তা যেন ফুটবল-রূপকথা। ১০ জনের নিউক্যাসলের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলে জয় পেল লিভারপুল। ম্যাচের নায়ক অচেনা এক নাম—মাত্র ১৬ বছরের রিও নোমোহা।

ম্যাচের শুরু: আক্রমণ-প্রতিআক্রমণ

খেলা শুরুর পর থেকেই উভয় দল আক্রমণাত্মক। প্রথম দিকে লিভারপুলের ভিয়েৎস ও নিউক্যাসলের গর্ডন দুজনেই সুযোগ নষ্ট করেন। তবে ৩৫তম মিনিটে হাকপোর পাস থেকে গ্রাভেনবার্চের শট দিক পাল্টে জালে জড়ায়, ভাঙে তার দীর্ঘ গোলখরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে নাটকীয় মোড় নেয় ম্যাচ। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পেছন থেকে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের গর্ডন।

গোল উৎসবের পর সমতা ফেরে

দ্বিতীয়ার্ধ শুরু হতেই লিভারপুল গোল পায়। মাত্র ২৩ সেকেন্ডে হাকপোর পাসে একিতিকে গোল করেন। তবে নিউক্যাসলও লড়াই চালিয়ে যায়। গিমারাইসের হেডে ব্যবধান কমে আসে। শেষ দিকে ওসুলার গোলে সমতায় ফেরে নিউক্যাসল—৮৮ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

মুহূর্তের নায়ক নোমোহা

অতিরিক্ত সময়ে হাকপোর বদলি হিসেবে নামেন রিও নোমোহা। সময় গড়াচ্ছিল, ম্যাচ যেন ড্রয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু ১০৬ মিনিটে সালাহর পাসে ফাঁকা জায়গায় বল পেয়ে দারুণ শটে ইতিহাস গড়েন নোমোহা। গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে লিভারপুল শিবির।

ইতিহাসের পাতায় ১৬ বছরের ছেলেটি

মাত্র ১৬ বছর ৩৬১ দিনে প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল করে নোমোহা জায়গা করে নিয়েছেন ইতিহাসে। এর আগে তার চেয়ে কম বয়সে মাত্র তিনজন খেলোয়াড়ই গোল করতে পেরেছেন।

রেকর্ডের পর রেকর্ড

এই জয়ের ফলে লিভারপুল টানা ৩৬ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে। একই সঙ্গে অ্যাওয়ে ম্যাচে টানা ২২ ম্যাচে গোল করার কীর্তি ছুঁয়েছে তারা।

লিগ টেবিলের অবস্থান

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান পয়েন্টে গোল পার্থক্যে দুইয়ে টটেনহ্যাম, আর শীর্ষে আছে আর্সেনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page