নিজস্ব প্রতিবেদক
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে চিকিৎসক, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শেখ মো. এহসানুল ইসলাম জানান, মরদেহটি পানি থেকে উদ্ধার হওয়ায় হালকা পচনশীল অবস্থায় ছিল। তবে শরীরের ভেতরে বা বাইরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। সতর্কতার অংশ হিসেবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর চূড়ান্ত মত জানানো সম্ভব হবে।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। ওই রাতেই ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি করেন।
পরদিন শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের বলাকির চর এলাকায় মেঘনা নদীতে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বিকেল পৌনে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।
স্বজনেরা জানিয়েছেন, মরদেহ ঢাকায় নেওয়ার পর সিদ্ধেশ্বরীর বাসায় রাখা হবে। সেখান থেকে সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিকে, বিভুরঞ্জন সরকারের মৃত্যুর আগের দিন সকালে তিনি একটি অনলাইন গণমাধ্যমে ‘খোলা চিঠি’ শিরোনামে লেখা পাঠিয়েছিলেন। ‘জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন’ মন্তব্যসহ পাঠানো ওই লেখায় তিনি ব্যক্তিজীবনের সংকট, পারিবারিক দুর্ভাবনা, আর্থিক টানাপোড়েন এবং গণমাধ্যম-রাজনীতির নানা বিষয় তুলে ধরেছিলেন।