September 10, 2025, 10:50 pm
Headline :
আন্দোলন হাইজ্যাক হয়েছে, দাবি নেপালের তরুণদের নেপালে আটক বাংলাদেশিরা নিরাপদ, পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ ইসরায়েলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক ১৬ গেট দিয়ে সাড়ে ৩ ফুট করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বন্ধ ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ‘জুলাই কন্যা’ তন্বী ডাকসুর জয়কে ‌‘জুলাই প্রজন্মের বিজয়’ বললেন নবনির্বাচিত ভিপি

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান শূন্যের কাছাকাছি, এবং জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্টে দলটির কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, “যারা পিআর চায়, তাদের প্রকৃত উদ্দেশ্য ভিন্ন। আসুন আমরা একত্রিত হই এবং কার দাবিটি কী তা শুনি।” তিনি ফ্যাসিস্ট হঠাৎ শাসনের কারণে দেশকে করদ রাজ্যে পরিণত এবং স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি উল্লেখ করেন।

তিনি বলেন, “নির্বাচনের মৌসুম শুরু হয়েছে। মানুষ যাকে ভোট দিবে, সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর ধরে মানুষের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। তরুণদের আকাঙ্খার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।”

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া ও মাতামুহুরি উপজেলা সাধারণ সম্পাদকগণ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, শ্রমিক দল ও যুবদলের নেতারা।

সালাহউদ্দিন আহমদের বক্তৃতায় বিএনপির লক্ষ্য স্পষ্ট হয়—একত্রিত হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page