বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের প্রগতিশীল চিন্তাভাবনাকে ভিন্ন খাতে নিয়ে ‘উগ্রবাদ’ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক-বিতর্ক থাকা স্বাভাবিক, কিন্তু তা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে হতাশা সৃষ্টি হচ্ছে।”
শনিবার (২৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে অর্পণ আলোক সংঘের তরুণদের সংলাপে তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল বলেন, “সরকারের উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায় মন্তব্য করেন, কারণ বাস্তব নিয়ন্ত্রণ আমলার হাতে। গণতান্ত্রিক নির্বাচন সম্ভব হলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।” তিনি আরও যোগ করেন, “ছাত্র-জনতার আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যা কিছুটা হলেও গণঅভ্যুত্থানের মূল্যায়ন হবে।”
সংসদীয় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘদিনের অনাচার-অবিচার একদিনে ঠিক করা যায় না। অভ্যুত্থান সুযোগ সৃষ্টি করেছে, তবে দীর্ঘ জঞ্জাল মুহূর্তে ঠিক হয়ে যাবে না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। ঐক্যবদ্ধ থেকে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ নির্ধারণে কাজ করতে হবে।”