October 27, 2025, 12:16 pm
Headline :
নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি ঢাবির জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, মাদক সেবনে বহিষ্কার বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমানো হবে: আমীর খসরু ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের সঙ্গে থাকা ১২ আসামির জামিন দীর্ঘ ২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশন: পাকিস্তান বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি প্রায় এক হাজার

দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া: বাবর

দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার খালেদা জিয়া: বাবর

নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে সবচেয়ে বেশি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার। তিনি দাবি করেন, বর্তমান সরকারের দমননীতির কারণে খালেদা জিয়ার এক পুত্র মৃত্যুবরণ করেছেন এবং আরেকজন—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—প্রবাসে থাকতে বাধ্য হচ্ছেন।

শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবর বলেন, “জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না।” তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের কঠিন পথ অতিক্রম করতে হলে বিভেদ ভুলে সংগঠিত হতে হবে।

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।”

নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাবর জানান, বর্তমান সরকারের আমলে তিনি নানা মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন। তবে নেতা-কর্মীদের দোয়া ও ভালোবাসার কারণে তিনি মুক্ত হতে পেরেছেন বলে মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি জাহাঙ্গীর), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page