October 27, 2025, 3:02 pm
Headline :
তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই সনদ নিয়ে মতামত দিল বিএনপি ও ২৩ রাজনৈতিক দল

জুলাই সনদ নিয়ে মতামত দিল বিএনপি ও ২৩ রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দল। তবে নির্ধারিত সময়ে সাতটি দল কোনো মতামত দেয়নি।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাব পাঠানো হয় এবং ২০ আগস্টের মধ্যে মতামত চাওয়া হয়। পরবর্তীতে রাজনৈতিক দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত করা হয়।

মতামত দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জেএসডি, বাসদ, গণসংহতি আন্দোলন, গণফোরামসহ বিভিন্ন জাতীয় ও ইসলামী দল।

অন্যদিকে মতামত না দেওয়া সাতটি দল হলো নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদের বিধান ও সুপারিশ সাংবিধানিকভাবে বলবৎ থাকবে এবং এ বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। একইসঙ্গে যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো জাতীয় নির্বাচন হওয়ার আগেই কার্যকর করতে হবে। তবে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি, সেগুলো নোট অব ডিসেন্ট আকারে সনদে যুক্ত থাকবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আর সময় বাড়ানো হবে না এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page