নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামী ও সাবেক যুবলীগ নেতা আবু জাফর স্থানীয় বিএনপি নেতাদের তোপের মুখে পড়ে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে নাসিকের ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব নগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা দেশ ছাড়েন কিংবা আত্মগোপনে চলে যান। এর মধ্যে সাবেক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফরও দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেফতার এড়াতে এলাকার বাইরে অবস্থান করলেও বৃহস্পতিবার দিবাগত রাতে পরিবারের সঙ্গে দেখা করতে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি।
চুপি চুপি বাড়িতে প্রবেশ করলেও স্থানীয় কিছু বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের চোখে পড়ে যান আবু জাফর। দ্রুত দৌড়ে তিনি নিজ বাসায় ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। এসময় স্থানীয়রা থানায় খবর দেওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছান তার আত্মীয় বিএনপি নেতা রেহান উদ্দিন মামুন। পরে সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে সুযোগ বুঝে আবু জাফর বাড়ির পিছনের ছাদ টপকে পালিয়ে যান।
এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের শেষদিকে চিটাগাংরোড-আদমজী-চাষাঢ়া সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ একবার আবু জাফরকে গ্রেফতার করেছিল।