নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগ চত্বরে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় শুরু হয়েছে ছাত্র সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সময়ের দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা। তারা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রার মাধ্যমে শাহবাগে সমবেত হন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।