January 10, 2026, 6:48 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) মুন্সিগঞ্জের কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে নৌ–পুলিশ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, উদ্ধারকৃত মরদেহের সঙ্গে রমনা থানায় করা নিখোঁজ জিডির ছবির মিল রয়েছে। এ বিষয়ে রমনা থানাকে অবহিত করা হয়েছে। মরদেহ শনাক্তের জন্য বিভুরঞ্জন সরকারের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে যে মরদেহ উদ্ধার হয়েছে সেটি বিভুরঞ্জন সরকারের বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। পরিবারের সদস্যরা শনাক্ত করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি অফিসে পৌঁছাননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় তার ছেলে ঋত সরকার রমনা থানায় নিখোঁজ জিডি করেন। ঋত জানান, বাসা থেকে বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন সঙ্গে নেননি।

১৯৫৪ সালে জন্মগ্রহণ করা বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে দৈনিক আজাদের মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। তিনি সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক ছিলেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে তার রাজনৈতিক লেখা পাঠকপ্রিয়তা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *