বিনোদন ডেস্ক
দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এ আদর্শগত শত্রুর বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বিজয় তার দলের তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন একা লড়ার (‘একলা চলো’ নীতি) কথাও ঘোষণা করেন।
মাদুরাইয়ের পারাপাথিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি।”
বিজয় স্পষ্ট করেন, তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না এবং টিভিকে কোনো দলকে ভয় পায় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় নিজেকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, যেখানে ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে-র বিকল্প হিসেবে ভোটারদের সামনে আসবেন।
উল্লেখ্য, টিভিকে-র মাধ্যমে বিজয় গত বছর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনই তার প্রথম নির্বাচনী লড়াই হবে।