নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কার্যকরভাবে আয়োজন করা হবে না। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
পীর বলেন, “বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে (পিআর) নির্বাচন চায়। তাই জনগণ কি পিআর নির্বাচন চায় তা নির্ধারণের জন্য প্রয়োজনে গণভোট করানো উচিত।” তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।”
এছাড়া তিনি মন্তব্য করেন, “জুলাই মাসে সংঘটিত গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হওয়ার পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।”