নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের ডাক অনুষ্ঠানে দাবি করেন, গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। তিনি আরও বলেন, এই মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মির্জা ফখরুল বলেন, “গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে আনা হবে। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি হলেন স্বৈরাচার শেখ হাসিনা। যতদিন পর্যন্ত তাদের শাস্তি না দেওয়া হবে, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকব।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ১৭শ নেতাকর্মীকে গুম করে দেওয়ার ঘটনায় দেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব গুম-খুনের শিকারদের স্বজনদের কষ্টের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “সেই দিনগুলোর কথা মনে করলে কষ্ট হয়। এক পরিবারের সাতজন পর্যন্ত গুম হয়েছে। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে মনে হয়, তাদের ছোটবেলায় আমরা কতো কাছ থেকে দেখেছি।”