কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক সমাবেশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিহারমণ্ডল বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে কুমিল্লা-৪ আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদের পাশে বসে থাকতে দেখা যায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে।
জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক সাধারণ সভা ও মতবিনিময় করছেন জামায়াত নেতারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা একসময় আমাদের বিরুদ্ধে মামলা করেছেন, এখন তারাই সুবিধা নিতে জামায়াতের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।”
অভিযোগের বিষয়ে শাহাদাত মাস্টার জানান, “আমি বাজারে ছিলাম। তারা আমাকে ডেকে সামনের সারিতে বসিয়েছে। এখন তো আওয়ামী লীগ নেই।”
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম বলেন, “সভায় আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন কি না, আমার নজরে আসেনি।”
তবে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও প্রার্থী সাইফুল ইসলাম শহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ করা হয়নি।