অনলাইন ডেস্ক
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১:৩০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ওসি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় এবং তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।