নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের করণীয় বিষয়ে আলোচনা এবং নবগঠিত রাজবাড়ী ও কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট, ২০২৫) জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন. এইচ রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহম্মেদ মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– সহ-সভাপতি রেদওয়ান হোসেন সম্রাট, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদি আমিন এপোলো।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম কলিমউদ্দিন এবং সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক জামালউদ্দিন হাওলাদার।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানকে রাজনৈতিক পরিবর্তনের মোড় ঘোরানো অধ্যায় হিসেবে বর্ণনা করেন।
অনুষ্ঠানে নবগঠিত রাজবাড়ী ও কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচিত করিয়ে দেওয়া হয় এবং দলীয় কার্যক্রমকে তৃণমূলে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।