নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের একপেশে ও অদূরদর্শী নীতির কারণে দেশের ওষুধ শিল্প আজ মারাত্মক সংকটে পড়েছে।
সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি-নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল দাবি করেন, ওষুধ উৎপাদনের কাঁচামাল আমদানিতে জটিলতা সৃষ্টি করা, কর ও শুল্ক নীতিতে বৈষম্য রাখা এবং বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতাই সংকটের মূল কারণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় দুই বছর যাবৎ নতুন কোনো ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি।
এছাড়া অনেক দিন যাবৎ ওষুধের মূল্য সমন্বয়ও করা হয়নি। এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এই খাতের সুরক্ষায় ওষুধ শিল্প সমিতি ও শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।