নওগাঁ প্রতিনিধি
আজ সকাল ১০টায় নওগাঁ গণ কার্যালয়ে অনুষ্ঠিত হলো নওগাঁ জেলা গণধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা। সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্র, যুব, শ্রমিক ও গণধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে বর্ধিত ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো এবং আন্দোলনের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভা শেষে নেতারা একমত হন যে, গণধিকার পরিষদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।