বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানার ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় ৫ নং ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি বাপ্পী ও সিনিয়র সহ-সভাপতি সুজন, সাধারণ সম্পাদক সোহেলের নেতৃত্বে মিছিল সহকারে সভায় যোগদান করেছেন।
এসময় ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সভায় যোগদান করেন। নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, রাজু, সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন,মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সদস্য মমতাজ উদ্দিন মন্তু, জেলা তরুন দলের সভাপতি টিএইচ তোফা, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন প্রধানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।