July 27, 2025, 1:51 am
Headline :

নাটোরের লালপুরে পদ্মা নদীর পানি বাড়ছে

পদ্মা নদীর নাটোরের লালপুর অংশে দুই সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানা গেছে। তবে এখনও পানি বিপৎসীমা অতিক্রম করেনি।সন্ধ্যা ৬টার রিডিং অনুযায়ী পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে এক দশমিক আট মিটার।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নাটোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ফারাক্কা বাঁধের ১০৯টি গেট এক সঙ্গে খুলে দেওয়ার খবর জানার পর থেকে পদ্মা নদীসহ জেলার বিভিন্ন নদীগুলোতে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড মাঠ পর্যায়ে আগাম সতর্ক অবস্থানে আছে।

পদ্মা নদীর তীরবর্তী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পানি বাড়ায় চরাঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, পদ্মা নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। আমরা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এর পরেও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page