নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরে ২১ ঘণ্টার চেষ্টায় ফেটে যাওয়া গ্যাসের পাইপলাইন মেরামত করা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে গ্যাস সঞ্চালন স্বাভাবিক হয়েছে।
এর আগে রোববার সকাল সাড়ে ৮টায় তিতাস গ্যাস লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়। বিশেষ করে সদর ও মির্জাপুর উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে।
এছাড়াও উপরে বিদ্যুতের খুঁটি থাকায় সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছিল। পরে রাতেই বিদ্যুৎ স্বাভাবিক হয়।
গাজীপুরের চন্দ্রা তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, সারারাত তাদের টিম কাজ করেছে। রাত ৩টায় পাইপের কাজ শেষ করার পর ভোর ৫টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।