প্রিয়াংকা সাহা
শারদীয় দুর্গাপূজা ঘিরে ফরিদপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। পূজার সময় জেলায় সব ধরনের মদের দোকান এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
এসপি বলেন, “পূজা চলাকালীন সময়ে জেলায় কোনো ডিজে পার্টি করা যাবে না। শুধুমাত্র পূজার পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গানই পরিবেশন করা যাবে। কেউ যেন গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”
তিনি আরও জানান, প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের তৎপরতা যেন না বাড়ে, সে ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হবে।