নিউজ ডেস্ক:
বরিশাল বিভাগের বিতর্কিত বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় আটক করেছে পুলিশ। তিনি সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের সঙ্গে ট্রাকভর্তি মালামালও জব্দ করা হয়েছে।
বরিশাল সদর ফরেস্টার অভু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বকালীন সময়ে কবির হোসেন বিভিন্ন ব্যক্তি ও স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, যার মধ্যে শুধু তার কাছেই দেনা প্রায় সাত লাখ টাকা। তিনি এখনও অনেক অর্থ ফেরত দেননি।
পুলিশের এএসআই মো. রিয়াজ জানান, কবির হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কবির হোসেন নিজে পালানোর অভিযোগ অস্বীকার করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিতর্কিত বিয়ের ইতিহাস
চাকরি সূত্রে দেশের বিভিন্ন জেলায় বদলি হওয়ার পর প্রতি জেলায় অন্তত একটি করে বিয়ে করেছেন কবির হোসেন। গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে তার ১২ স্ত্রী একত্রে মানববন্ধন করেন। জানা গেছে, তার আরও ৫ জন স্ত্রী রয়েছে।
এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ও ব্যঙ্গ বিদ্রূপ ছড়ায়। এরপর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জোর তদন্ত শুরু করে।
চাকরিতে ইতিপূর্বে বরখাস্ত
ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটে কর্মরত অবস্থায় একই ধরনের অভিযোগে তিনি দু’বার বরখাস্ত হন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারও চাকরিতে ফিরে আসেন। বর্তমানে তার বিরুদ্ধে নতুন মামলা রয়েছে, যা পিবিআই তদন্ত করছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে ১৭ বিয়ের সত্যতা পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কবির হোসেন বুধবার সকালে গণমাধ্যমকে বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে কবে চিঠি পেয়েছেন তা জানাননি।