কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ।এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রাম পৌর শহরের ভকেশনাল মোড় এলাকায় এসব লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজিজুল হক,পৌর বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবসহ অনান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পৌর বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব বলেন,সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ৩১ দফা সম্বলিত তারেক রহমানের ঘোষিত রুপরেখা এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগনের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর বাংলাদেশ গড়ার চিত্র তুলে ধরা হচ্ছে।
লিফলেট বিতরন শেষে কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজিজুল হক বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশবাসীর জন্য একটি আলোকবার্তাবার্তা।দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।