ক্যাম্পাস প্রতিনিধি :
‘এমপাওয়ারিং ট্রানজিশন, বিল্ডিং ডেমোক্রেসি’ প্রতিপাদ্যে ঢাকায় শুরু হয়েছে গণতন্ত্র বিষয়ক প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক সম্মেলন। সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয়।
সম্মেলনে গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার সংরক্ষণ এবং সহনশীল সমাজ গঠনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, গণতন্ত্র কোনো চূড়ান্ত গন্তব্য নয়—এটি চলমান প্রক্রিয়া। অনিশ্চয়তা থাকলেও ধৈর্য ও সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে টেকসই করা সম্ভব। তিনি আরও বলেন, নির্বাচন, সংস্কারের স্থায়িত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সামাজিক ন্যায়বিচার—এসব প্রশ্নের উত্তর খুঁজতে বহুমাত্রিক আলোচনার বিকল্প নেই।
উপাচার্য আশা প্রকাশ করে জানান, প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ নিজেকে সহনশীল ও আশাবাদী জাতি হিসেবে প্রমাণ করেছে। এই সম্মেলন গণতান্ত্রিক যাত্রাকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।
স্বাগত বক্তৃতা দেন পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশনের (পিপিএসআরএফ) সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আয়োজকদের তথ্যমতে, জমা পড়া ১৬৫টি গবেষণাপত্রের মধ্যে থেকে বাছাই করে ৬৭টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। অনলাইনে প্রায় ২০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন, এবং বিশ্বের আরও প্রায় ৩৫টি দেশ সম্মেলনে আগ্রহ দেখিয়েছে।