নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ‘সি’ ইউনিটে ৫২০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২০,৫৩৭ জন শিক্ষার্থী, যা প্রতি আসনের জন্য প্রায় ৪০ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছে।
পরীক্ষার সময় কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীরা পরীক্ষায় মনোযোগী, আর বাইরে অভিভাবকরা সন্তানের সফলতার জন্য দোয়া করছেন ও উৎকণ্ঠায় সময় পার করছেন। কেউ আঙুলে তসবিহ গুনছেন, কেউ ফিসফিস করে দোয়া করছেন, আবার কেউ অস্থির পায়ে হাঁটছেন।
মোহাম্মদপুর থেকে আসা ফারজানা ইসলাম বলেন, “আমার মেয়েটা দিনরাত এক করে পড়াশোনা করেছে। তাই অনেক চিন্তা হচ্ছে, তবে আমরা আশাবাদী। আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো পথ দেখছি না।”
যাত্রাবাড়ী থেকে আসা মিলন হোসেন বলেন, “আমার বোন মেধাবী এবং প্রস্তুতিও ভালো, তবুও পরিশ্রমের ফল পাওয়া যাবে কি না—এটাই চিন্তা। তাই দোয়া করছি।”
এর আগে ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ) এবং ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।