ক্যাম্পাস প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় ধাপের পাঁচটি শিফটে ছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগে বুধবার চারটি শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এবার ‘ডি’ ইউনিটে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনে গড়ে ২২৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভোগান্তির অভিযোগও উঠেছে। খুলনা থেকে সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে আসা এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, একাধিক ইউনিটে আলাদা আলাদা পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অযথা হয়রানি করা হচ্ছে। তার মতে, সায়েন্স, আর্টস ও কমার্স—এই তিনটি ইউনিটে বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নিলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হতো।
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে চলতি বছর শিফট পদ্ধতি বাতিল বা বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে আগামী বছর এক দিনে পরীক্ষা সম্পন্ন করা ও বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে জানুয়ারি থেকেই প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।